সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ইসরাইলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০৩:৩৪ পিএম

ইসরাইলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ

ছবি- সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং প্রয়োজনে কারবালার যুদ্ধ করতেও প্রস্তুত। আরবাইনে জনতার উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই কঠোর মন্তব্য করেন।

নাঈম কাসেম বলেন, “যতক্ষণ পর্যন্ত ইসরাইলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না। প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে।” তিনি আরও বলেন, “ইমাম হুসেন (আ.)-এর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি। প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হুসেন (আ.)-এর সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে।”

তিনি বলেন, “শেখ রাগেব হারব, সাইয়্যেদ আব্বাস আল-মুসাভি এবং সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইমাম খোমেনী এবং ইমাম খামেনীর একই পথে হেঁটেছিলেন। আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে। আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি।”

কাসেম ২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের কথা উল্লেখ করে বলেন, সেই বিজয় ১৭ বছর ধরে ইসরাইলকে নিরুৎসাহিত করেছিল এবং তাদের আগ্রাসন শুরু করতে বাধা দিয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র এখনও আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে, ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে।”

তিনি লেবানন সরকারেরও সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে সরকার মার্কিন-ইসরাইলি আদেশ বাস্তবায়ন করছে এবং হিজবুল্লাহর অবসান ঘটাতে চাইছে। তিনি বলেন, “লেবানন সরকার একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছে যা সহাবস্থান লঙ্ঘন করেছে এবং দেশকে একটি বড় সংকটের মুখোমুখি করেছে। যেকোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লেবাননের ভূমি রক্ষার দায়িত্ব পরিত্যাগ করার জন্য লেবানন সরকার সম্পূর্ণ দায়বদ্ধ।”

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “ইসরাইল আগ্রাসন অব্যাহত রাখলে আমরা কখনও অস্ত্র সমর্পণ করব না, প্রয়োজনে আমরা কারবালার যুদ্ধ করব এবং আমরা নিশ্চিত যে আমরা বিজয়ী হব।”