শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কারাগারে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:৪২ পিএম

আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কারাগারে

ছবি - সংগৃহীত

আদালত রমনা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য মো. কামরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এই দিন কামরুজ্জামানকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা, কাকরাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মগবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।মামলার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সদস্যরা গত ১২ সেপ্টেম্বর বেলা পৌনে তিনটার দিকে রমনা থানার রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করে।

সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করছিল। পরে সোয়া তিনটায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়। এই ঘটনায় ওইদিনই রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।