বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আজ বিশ্ব বাঁশ দিবস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:৩৬ পিএম

আজ বিশ্ব বাঁশ দিবস

ছবি - সংগৃহীত

আজ, ১৮ই সেপ্টেম্বর, বিশ্ব বাঁশ দিবস। বৈশ্বিকভাবে বাঁশশিল্পের উন্নয়নে সচেতনতা বাড়াতে এবং এর বহুমুখী ব্যবহার তুলে ধরার জন্য এই দিনটি পালন করা হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত বিশ্ব বাঁশ সংস্থা (World Bamboo Organization) ২০০৯ সালের এই দিনে ব্যাঙ্ককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে দিবসটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

সে সময় সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালামের প্রস্তাবে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে মনোনীত করতে সম্মত হন।আমাদের দেশে 'বাঁশ' শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হলেও, বিশ্বজুড়ে এর অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক গুরুত্ব অপরিসীম।

বাঁশ একটি দ্রুত বর্ধনশীল এবং পরিবেশবান্ধব উদ্ভিদ। এটি কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনে দারুণ ভূমিকা রাখে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে (৫০০ প্রজাতি), যা এই ক্ষেত্রে তাদের শীর্ষস্থান নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৩২ প্রজাতির বাঁশ রয়েছে। অন্যদিকে, বাংলাদেশে ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়, যা দেশটিকে তালিকায় অষ্টম স্থানে রেখেছে।

বাঁশ ঘাস পরিবারের বৃহত্তম সদস্য। এর প্রায় ১৫০টি ভিন্ন প্রজাতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। বাঁশ শুধুমাত্র আসবাবপত্র এবং গৃহস্থালির কাজেই ব্যবহৃত হয় না, এর কিছু প্রজাতি খাদ্যদ্রব্য হিসেবেও ব্যবহৃত হয়, বিশেষ করে এশিয়ার অনেক অঞ্চলে। এর বহুমুখী ব্যবহার এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।