শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০৫:৪৪ পিএম

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশে গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এই সংশোধনী অনুযায়ী, এখন থেকে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে পুলিশ বাধ্য থাকবে। একই সঙ্গে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তাকে তার পরিচয় জানাতে হবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

 সংশোধনী অনুযায়ী, এখন থেকে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয় থাকতে হবে, এবং গ্রেপ্তারের পূর্ণাঙ্গ কারণ ও বিস্তারিত জানাতে হবে।

আইন উপদেষ্টা বলেন, "এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তাঁর যথাযথ আইডেনটিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়ামাত্রই এসব দেখাতে হবে।"

এছাড়াও, গ্রেপ্তারের পর থানায় আনার ১২ ঘণ্টার মধ্যে আসামির পরিবার ও আইনজীবীকে অবহিত করতে হবে। গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

 ৫৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, পুলিশের সামনে অপরাধ করেছে এমন হয়ে থাকলে সে ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবে। অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমনের ব্যবস্থাও রাখা হয়েছে।

আসিফ নজরুল আরো বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সব ধরনের সহায়তা করবে সরকার। আগামীকাল (শুক্রবার, ২৫ জুলাই) সব ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের স্মরণে দোয়া প্রার্থনা করা হবে। দুজন শিক্ষিকাকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলেও জানানো হয়।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বিলুপ্ত করা হয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না