সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:৫৫ এএম
মালয়েশিয়া: বিশ্ব আশেকে রাসূল (সা.) অর্গানাইজেশন এবং কদর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মালয়েশিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এই উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে শত শত নবীপ্রেমী অংশগ্রহণ করেন।
কদর ফাউন্ডেশনের উদ্যোক্তা মোহাম্মদী ইসলামের নেতৃত্বদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত-এ-খোদা (মাঃ আঃ) হুজুর কেবলার দিক নির্দেশনায় আশেকে রাসূল (সা.) এই বিশাল আয়োজন সম্পন্ন করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টায় মসজিদ ইন্ডিয়ার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি মসজিদ জামেক সড়ক, কোতারায়া সড়ক এবং মারদেকা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ ইন্ডিয়ার চত্বরে এসে শেষ হয়।
এ সময় দেশের প্রথা অনুযায়ী মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
শোভাযাত্রায় মালয়েশিয়ার স্থানীয় মুসলিমদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শত শত মুসলিম ভাই ও বোনেরা অংশ নেন। তারা নবীজির শানে দরুদ ও স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কদর ফাউন্ডেশনের কান্ট্রি সমন্বয়ক, আজলিজাম বিন কামসেরি, জুলকিফলি বিন হারুন, এবং আশেকে রাসূল ফজি বিন সামি, আনোয়ার হোসেন, বকুল, তফাজ্জল হোসেন, নুর আলম রায়হান ও জসিম উদ্দিন সোহাগ সহ অনেকে। মালয়েশিয়ান মাদ্রাসার হাফেজরাও শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ জনেরও বেশি পুলিশ, ট্রাফিক সার্জেন্ট ও স্পেশাল ব্রাঞ্চ এসবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশের বিশেষ টিম দৃষ্টিনন্দন স্কর্ট দিয়ে শোভাযাত্রাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
শোভাযাত্রা শেষে মসজিদ ইন্ডিয়ার সামনে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।