জুলাই ২৬, ২০২৫, ০৩:২৬ পিএম
মৃত্যুর আট মাস পর মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী আমিরুজ্জামান (৫০) নামের এক শ্রমিকের লাশ স্বদেশে ফিরেছে। নিহত ওই প্রবাসীর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের পাচগাঁছি ইউনিয়নের পাইকান গ্রামে। তার লাশ গ্রামে পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিকভাবে জানা যায়, আমিরুজ্জামান ২০০৮ সালের সেপ্টেম্বরে বিএমএটি স্মার্টকার্ড/ক্লিয়ারেন্স ও বৈধ কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য গিয়েছিলেন। ২০১৩ সাল পর্যন্ত পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তবে এরপর থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না।
একটি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ই নভেম্বর মালয়েশিয়ার জহুরবাড়ি শহরের পালো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ১৭ই নভেম্বর কুয়ালালামপুর পুলিশ বাংলাদেশ দূতাবাস পুলিশকে বিষয়টি অবগত করে। প্রথমে তার স্ত্রীর কাছে ফোন আসে যে, তিনি হাসপাতালে ভর্তি আছেন। পরে আবার যোগাযোগ করলে জানানো হয় যে, ১৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুর সংবাদ পাওয়ার আট মাস পর গত ২৫ জুলাই রাতে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছে। গতকাল শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় তার জানাজা শেষে আমবাগানের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর এমন মর্মান্তিক সংবাদ এবং এরপর দীর্ঘ আট মাস পর মৃতদেহ ফিরে আসায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন: