শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সুরা সোয়াদের শিক্ষণীয় গল্প: সুলাইমান (আ.) ও ঘোড়ার ঘটনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ০৩:২১ পিএম

সুরা সোয়াদের শিক্ষণীয় গল্প: সুলাইমান (আ.) ও ঘোড়ার ঘটনা

ছবি- সংগৃহীত

পবিত্র কোরআনে বর্ণিত ঘটনাবলি মুসলিমদের জন্য গভীর তাৎপর্য বহন করে। এমনই একটি শিক্ষণীয় ঘটনা হলো হযরত সুলাইমান (আ.)-এর জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ মুহূর্ত, যা সুরা সোয়াদের কয়েকটি আয়াতে উল্লেখ আছে। এই ঘটনা থেকে দুনিয়াবি বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করে আল্লাহর স্মরণে মগ্ন থাকার গুরুত্ব প্রমাণিত হয়।

হযরত সুলাইমান (আ.)-এর সামনে একবার জিহাদের জন্য প্রস্তুত কিছু ঘোড়া আনা হয়েছিল। এই ঘোড়াগুলো ছিল উন্নত জাতের এবং অত্যন্ত সুন্দর। তিনি ঘোড়াগুলো দেখে অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, এই ঘোড়াগুলোর প্রতি তার ভালোবাসা কোনো পার্থিব কারণে নয়, বরং আল্লাহর স্মরণের জন্যই। কারণ, এগুলো জিহাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। একপর্যায়ে তিনি ঘোড়াগুলোকে দেখতে গিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েন যে আসরের নামাজের সময় পার হয়ে যায়।

সূর্য অস্তমিত হওয়ার পর যখন তিনি বুঝতে পারলেন যে, আল্লাহর ইবাদত ও নামাজ থেকে তিনি অমনোযোগী হয়ে পড়েছেন, তখন তিনি গভীর অনুশোচনায় নিমজ্জিত হলেন। তিনি উপলব্ধি করলেন যে, একটি নেক কাজের জন্য তৈরি করা ঘোড়ার প্রতি তার ভালোবাসা আল্লাহর ইবাদতকে ভুলিয়ে দিয়েছে। এই ভুল সংশোধনের জন্য তিনি তাৎক্ষণিকভাবে সব ঘোড়া আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন।

এই ঘটনাটি পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে:

وَوَہَبۡنَا لِدَاوٗدَ سُلَیۡمٰنَ ؕ  نِعۡمَ الۡعَبۡدُ ؕ  اِنَّہٗۤ اَوَّابٌ ؕ ٣٠ اِذۡ عُرِضَ عَلَیۡہِ بِالۡعَشِیِّ الصّٰفِنٰتُ الۡجِیَادُ ۙ ٣١ فَقَالَ اِنِّیۡۤ اَحۡبَبۡتُ حُبَّ الۡخَیۡرِ عَنۡ ذِکۡرِ رَبِّیۡ ۚ  حَتّٰی تَوَارَتۡ بِالۡحِجَابِ ٝ ٣٢ رُدُّوۡہَا عَلَیَّ ؕ فَطَفِقَ مَسۡحًۢا بِالسُّوۡقِ وَالۡاَعۡنَاقِ

“আমি দাউদকে দান করলাম সুলাইমানকে (মতো পুত্র)। সে ছিল উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। (সেই সময়টি স্মরণীয়) যখন সন্ধ্যাবেলা তার সামনে উৎকৃষ্ট প্রজাতির ভালো-ভালো ঘোড়া পেশ করা হলো। তখন সে বলল, আমি আমার প্রতিপালকের স্মরণার্থেই এই সম্পদকে ভালোবেসেছি। অবশেষে তা পর্দার আড়াল হয়ে গেল। (অনন্তর সে বলল,) ওগুলোকে আমার কাছে ফিরিয়ে আন। অতঃপর সে (তাদের) পায়ের গোছা ও ঘাড়ে হাত বুলাতে লাগল।” (সুরা সোয়াদ, আয়াত: ৩০-৩৩)

এই ঘটনাটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়: কোনো পার্থিব জিনিস, তা যতই ভালো হোক না কেন, যেন আল্লাহর ইবাদত থেকে বিমুখ করতে না পারে।