আগস্ট ৩, ২০২৫, ১০:১২ এএম
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ চলছে লন্ডনের ওভালে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতের জন্য এই টেস্ট সিরিজ ড্র করার শেষ সুযোগ। দুই দলই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। বিশেষ করে ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের অনবদ্য শতক এবং আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অর্ধশতক ভারতকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেছে ইংল্যান্ডের ব্যাটাররা। সব মিলিয়ে ম্যাচটি এখন এক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে।
দ্য ওভাল টেস্টের চতুর্থ দিনে আজ (রবিবার) ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্টের ভাগ্য নির্ধারণ হতে পারে। ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ বর্তমানে ১ উইকেটে ৫০ রান। জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ৩২৪ রান, আর ভারতের চাই বাকি ৯টি উইকেট।
তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস ৩৯৬ রানে থামে। এতে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৭৪ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল অসাধারণ একটি সেঞ্চুরি (১১৬) হাঁকান। এছাড়া নৈশপ্রহরী হিসেবে ব্যাট করতে নেমে আকাশ দীপ (৬৬), রবীন্দ্র জাদেজা (৫৩) এবং ওয়াশিংটন সুন্দর (৫৩) গুরুত্বপূর্ণ অর্ধশতক তুলে নেন। ইংল্যান্ডের বোলার জশ টাঙ একাই তুলে নেন ৫ উইকেট।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো ছিল। ওপেনিং জুটি বেন ডাকেট এবং জ্যাক ক্রলি ওপেনিংয়ে ৫০ রানের জুটি গড়েন। তবে দিনের শেষ মুহূর্তে সিরাজের বলে আউট হন জ্যাক ক্রলি। এখন অপরাজিত আছেন বেন ডাকেট (৩৪) ও অলি পোপ।
ওভালের উইকেট সাধারণত চতুর্থ ও পঞ্চম দিনে বোলারদের পক্ষে থাকে। বিশেষ করে স্পিনাররা সাহায্য পান। ভারতীয় দলের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে, ইংল্যান্ডের ‘বাজবল’ অ্যাপ্রোচ তাদের দ্রুত রান তোলার সুযোগ করে দিতে পারে। তবে ভারতের বোলাররা যদি দিনের শুরুতেই কিছু উইকেট তুলে নিতে পারেন, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসবে।
ইতিহাস বলছে, চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ইংল্যান্ডের। চলমান সিরিজে হেডিংলিতে ৩৭১ রান তাড়া করে ৫ উইকেটে জয়ের স্মৃতিও তাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আজকের দিনে দুই দলের লড়াইয়ের ওপরই ম্যাচের ফলাফল নির্ভর করছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আজই ম্যাচের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।