রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
ক্রিকেট

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে কিউইদের দ্বিতীয় জয়

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ০৩:২৮ পিএম

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে কিউইদের দ্বিতীয় জয়

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে নিজেদের দাপট অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৮ জুলাই) হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কিউইরা। বল হাতে ম্যাট হেনরির দুর্দান্ত পারফরম্যান্স এবং ব্যাট হাতে ডেভন কনওয়ের অপরাজিত ফিফটি জয়ে বড় ভূমিকা রেখেছে।

 

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন, যা তার দলের পক্ষে সেরা বোলিং ফিগার। স্পিনাররাও দারুণ টাইট স্পেল করেছেন, যার ফলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বড় রান তুলতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে ওয়েসলি মাধভেরে ৩৬ (৩২ বল) এবং ব্রায়ান বেনেট ২১ রান (২০ বল) করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ৬ ওভারে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করলেও, স্পিনাররা আসতেই রানের গতি কমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে জিম্বাবুয়ের ইনিংসে আর গতি আসেনি।

 

১২১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। যদিও ইনিংসের শুরুতেই ডেভন কনওয়ে একটি সহজ ক্যাচ দিয়ে জীবন পান এবং বিপজ্জনক টিম সেইফার্ট দ্রুত সাজঘরে ফেরেন, কিন্তু এরপর নিউজিল্যান্ডকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ডেভন কনওয়ে ৪০ বলে অপরাজিত ৫৯ রানের এক বিচক্ষণ ইনিংস খেলেন, যা তার দলকে জয়ের দিকে নিয়ে যায়। কনওয়ে ওপেনার রাচিন রবীন্দ্র (১৯ বলে ৩০ রান) এবং ড্যারিল মিচেলের (১৯ বলে ২৬ রান) সাথে অর্ধ-শতরানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। রবীন্দ্র এবং কনওয়ে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন, যা দলের ভিত মজবুত করে। কনওয়ে ৩৪ বলে নিজের ফিফটি পূর্ণ করেন এবং ম্যাচের ১৪ ওভারের মধ্যেই নিউজিল্যান্ড জয়সূচক রান তুলে নেয়।

পুরো ম্যাচে নিউজিল্যান্ডের অলরাউন্ড পারফরম্যান্স ছিল ক্লিনিক্যাল, যা তাদের জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথ অনেকটাই সুগম করেছে।