মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দ্রুততম সেঞ্চুরিয়ান ডেভিডকে আইসিসির জরিমানা,

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ১০:৪২ এএম

দ্রুততম সেঞ্চুরিয়ান ডেভিডকে আইসিসির জরিমানা,

ছবি- সংগৃহীত

ক্রিকেটে খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ ধরনের ঘটনা কঠোরভাবে মোকাবিলা করে থাকে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়া টিম ডেভিড আইসিসির শাস্তির মুখে পড়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের কারণে তাকে জরিমানা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডকে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে এই ঘটনা ঘটে।


অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফের একটি বল লেগ সাইডের বাইরে চলে গেলেও আম্পায়ার জাহিদ বাসারাথ সেটিকে ওয়াইড দেননি। এই সিদ্ধান্তে হতাশ হয়ে ডেভিড দু'হাত প্রসারিত করে অসন্তোষ প্রকাশ করেন।

এই আচরণ আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.৮-এর লঙ্ঘন, যা লেভেল ১ পর্যায়ের অপরাধ। আইসিসি ডেভিডকে দোষী সাব্যস্ত করে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে। ডেভিড নিজেও তার ভুল স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ধারাভাষ্যে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ড্যারেন গাঙ্গা এই আচরণের সমালোচনা করে বলেন, "এটা গ্রহণযোগ্য নয়। যদি আম্পায়ার মনে করেন বল ব্যাটসম্যানের উরুতে লেগেছে, তাহলে সেই সিদ্ধান্তকে প্রশ্ন করা যাবে না।"

উল্লেখ্য, এই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে টিম ডেভিড অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েন। ওয়েস্ট ইন্ডিজ সফরটি অস্ট্রেলিয়ার জন্য দারুণ ছিল, যেখানে তারা ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে। এখন তাদের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ১০ আগস্ট ডারউইনে শুরু হবে। এই সিরিজে ট্রাভিস হেড এবং জশ হ্যাজলউডও দলে ফিরেছেন।