আগস্ট ৬, ২০২৫, ০৯:৪৪ পিএম
বহু প্রতীক্ষিত লিওনেল মেসির আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের কেরালা রাজ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখন সেই সফর ২০২৬ সালের সেপ্টেম্বরে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কেরালা সরকার সরাসরি জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়।
ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, তাদের প্রতিষ্ঠান জুন মাসেই এএফএকে প্রায় ২২৫ কোটি টাকা (১৫ মিলিয়ন পাউন্ড) পরিশোধ করে। কিন্তু এখন সফর এক বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। তিনি বলেন, “আমরা যে অর্থ দিয়েছি, তা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে দেখার জন্য। ভক্তদের এভাবে প্রতারিত করা উচিত নয়।”
এই বিতর্কে যোগ দিয়েছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি তারা অক্টোবরের জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে সময়মতোই তাদের আসা উচিত। আগামী বছর আমাদের রাজ্যে নির্বাচন, তাই মার্চে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। আর্জেন্টিনার এই প্রস্তাব আমরা মানছি না।”
যদিও কেরালা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, লিওনেল মেসির ব্যক্তিগত ভারত সফর পুরোপুরি বাতিল হয়নি। ডিসেম্বর মাসে তার কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদ সফরের সম্ভাবনা রয়েছে। তবে আর্জেন্টিনা জাতীয় দল কবে ভারতে খেলবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য নেই।
চুক্তি অনুযায়ী, আর্জেন্টিনা দলের পরবর্তী আন্তর্জাতিক সূচি সেপ্টেম্বরে—তারা ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে।
২২৫ কোটি টাকার বিনিময়ে চুক্তি চূড়ান্ত হওয়ার পরও সফর পেছানোর প্রস্তাব শুধু চুক্তি ভঙ্গই নয়, লাখো ভক্তের স্বপ্ন ও আস্থায়ও বড় ধাক্কা। এখন সব পক্ষের নজর, এই সংকটের কোন দিকে মোড় নেয়।