আগস্ট ১০, ২০২৫, ০৩:২১ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরগুলো ছিল নানা আলোচনা ও বিতর্কে ভরপুর। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছে এখনও বিশাল অঙ্কের বকেয়া রয়ে গেছে। গত কয়েক বছর ধরে চলে আসা এই আর্থিক অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে বিসিবি পূর্বের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সরের বিরুদ্ধে আইনি পথে হাঁটছে।
মাঠের ক্রিকেটের বাইরে আর্থিক দিক থেকেও বেশ নড়বড়ে ছিল কিছু ফ্র্যাঞ্চাইজি, যার কারণে বিসিবির কাছে বড় অঙ্কের অর্থ বকেয়া জমেছে। দীর্ঘ সময় ধরে বকেয়া অর্থ না পেয়েই আইনি প্রক্রিয়া শুরুর এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল (শনিবার, ৯ আগস্ট) বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
ইফতেখার রহমান মিঠু বলেন, "আমাদের একটা রিভিউ এবং আলোচনা হয়েছে আপডেটেড ফাইনান্সিয়াল ডিফল্টারস অব বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট কয়েকটি বিপিএল হয়েছে, সেখানে আমাদের একটা লিস্ট হয়েছে। যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম বা স্পন্সর, এরা ক্রিকেট বোর্ডকে যেভাবে স্পনসর করেছে ও পেমেন্ট বাকি আছে সেসবের তালিকা আছে। ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি সেসবের একটা ডিফল্ট তালিকা করা হচ্ছে।"
আইনি প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে মিঠু আরও বলেন, "তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। দ্বিতীয়ত, আমরা আগে থেকেই কিছু টিমের সঙ্গে আমাদের আরবিট্রেশন প্রসিডিউর ছিল, যে ক্লজ ভায়োলেশন (চুক্তির নিয়ম ভঙ্গ) হয়েছে তা নিয়ে। সেটাকে আমরা কন্টিনিউ করব এবং এটাকে আরও এক্সপেডাইট (দ্রুত) করা হবে।"