মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বিপিএল আয়োজন করবে কারা, আলোচনা বিসিবির জরুরি সভায়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:৪৪ এএম

বিপিএল আয়োজন করবে কারা, আলোচনা বিসিবির জরুরি সভায়

ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে এর আয়োজন নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। এবার বিপিএলকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করে তোলার জন্য বিসিবি বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ওপর ভরসা রাখতে চাইছে। এ লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে চারটিই বিদেশি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ মিরপুর স্টেডিয়ামে বিসিবির জরুরি সভা চলছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্ধারণের জন্য আজ মিরপুর স্টেডিয়ামে এক জরুরি সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেলা ৩টায় শুরু হওয়া এই সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে জুমে যুক্ত হয়েছেন।

বিপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে মোট পাঁচটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এর মধ্যে চারটিই বিদেশি। প্রতিষ্ঠানগুলো হলো:

  • অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং

  • আইএমজি

  • রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস

  • দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড

  • ট্রান্সপোর্ট গ্রুপ (একমাত্র দেশি কোম্পানি)

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম বলেন, "সভায় এ নিয়ে আমরা আলোচনা করব। সেখান থেকে যোগ্য যাকে মনে হবে তাকে বেছে নেব।"

সভায় কেবল বিপিএল নয়, ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ইস্যু, আসন্ন মৌসুমের টুর্নামেন্ট সূচি এবং প্রস্তুতির বিষয়েও আলোচনা হচ্ছে। নতুন কিউরেটর টনি হেমিং ও গামিনির কার্যক্রম নিয়েও সিদ্ধান্ত হবে। এছাড়া, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ