সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
ক্রিকেট

আট মাসের সাধনার ফল পেলেন মিচেল ওয়েন অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার জয়ের নায়ক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০১:৪৬ পিএম

আট মাসের সাধনার ফল পেলেন মিচেল ওয়েন অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার জয়ের নায়ক

ছবি- সংগৃহীত

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া সাত বল বাকি থাকতে ৩ উইকেটের জয় লাভ করে। ক্যারিবিয়ানরা দুই ফিফটির সুবাদে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল। কিন্তু এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মিচেল ওয়েন দেখিয়ে দিলেন, কীভাবে নির্দিষ্ট দিনে একজন ক্রিকেটার তার সেরাটা দিতে পারেন। তার ২৭ বলের ঝড়ো ফিফটি অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দিল।

মাঠ পর্যায়ের তথ্যানুযায়ী, অস্ট্রেলিয়া যখন রান তাড়া করতে গিয়ে ধুঁকছিল, ঠিক তখনই ব্যাট হাতে নামেন ওয়েন। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ হলেও তার ব্যাটিংয়ে কোনো চাপ বা জড়তা ছিল না। তার ধুন্ধুমার ব্যাটিং দলের ওপর থেকে চাপ কমিয়ে দেয় এবং জয়ের পথ সহজ করে তোলে। যদিও তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি, ২৭ বলে ৫০ রান করে তিনি আউট হন। তার ইনিংসে ছিল ছয়টি বিশাল ছক্কার মার। তিনি ১৮৫ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে রান-বলের ব্যবধান কমিয়ে আনেন, যার ফলে বাকি সময়ে অস্ট্রেলিয়াকে আর কোনো সমস্যায় পড়তে হয়নি।

বিশেষজ্ঞদের অভিমত, বিগ ব্যাশ এবং মেজর লিগ ক্রিকেটে ইতোমধ্যেই নিজের রাজত্ব কায়েম করা ওয়েন এমন এক জয়ে যারপরনাই খুশি। ম্যাচ শেষে তিনি বলেন, "জিততে পেরে খুবই খুশি। গত ছয় থেকে আট মাস ধরে আমি ইতিবাচক কিছু করার চেষ্টা করেছি। আজ ভিন্ন কিছু ছিল না। সত্যি বলতে কিছুই পরিবর্তন লাগেনি।" তার এই মন্তব্য তার ধারাবাহিক পরিশ্রম এবং আত্মবিশ্বাসেরই প্রতিফলন। এটি প্রমাণ করে যে, কঠোর অনুশীলন এবং মানসিক প্রস্তুতি একজন খেলোয়াড়কে যেকোনো পরিস্থিতিতে সফল হতে সাহায্য করে।

বিভিন্ন সূত্রমতে, স্যাবিনা পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে সোমবার প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে প্রায় ২০০ রানের কাছাকাছি পৌঁছে যায়। তাদের দুই টপ অর্ডার ব্যাটার সাই হোপ এবং রোস্টন চেজ ফিফটি করলেও, বাকি ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়। এমনকি বিদায়ের দ্বারপ্রান্তে থাকা আন্দ্রে রাসেলের ব্যাটও জ্বলে ওঠেনি, তিনি মাত্র ৮ রান করেন। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যামেরুন গ্রিন ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে পথে নিয়ে আসেন। এরপর অভিষেক হওয়া মিচেল ওয়েন তার দায়িত্ব সফলভাবে পালন করে দলকে জয়ের কাছাকাছি এনে দেন এবং ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবিয়ানদের পরের ম্যাচ ২৩ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সেন্ট কিটসে খেলা হবে। মিচেল ওয়েনের এই অভিষেক পারফরম্যান্স নিশ্চিতভাবে সিরিজের বাকি ম্যাচগুলোতে তার ওপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।