শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মিরপুরের উইকেট ভালো ছিল, দাবি লিটনের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ১০:৫১ এএম

মিরপুরের উইকেট ভালো ছিল, দাবি লিটনের

সম্প্রতি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সদ্য সমাপ্ত একটি সিরিজে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন প্রথম ম্যাচের পরই উইকেটকে একহাত নেন। পরবর্তীতে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও একই সুরে কথা বলেন, দাবি করেন যে এমন উইকেট এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য উপযুক্ত নয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস উইকেটের পক্ষে তার মতামত ব্যক্ত করেছেন।

মিরপুর শেরে-ই-বাংলার উইকেট নিয়ে বিদেশি কোচ ও অধিনায়কদের সমালোচনার মুখে ভিন্ন সুর শোনা গেল টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে লিটন দাস উইকেটকে 'ভালো' আখ্যা দিয়ে ব্যাটিং ইউনিটের ব্যর্থতাকে দায় দিয়েছেন।



 

লিটন দাস বলেন, "না এটা ভালো উইকেট ছিল। আগের দুই ম্যাচ যে খেললাম ওইটার চেয়ে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমাদের বোলিং ইউনিট খুবই ভালো করেছে। অধিনায়ক হিসেবে মনে করি, ১৮০ চেইজ করার মত ছিল। ব্যাটিং ইউনিট ক্যাল্কুলেটিভ খেলাটা খেলতে পারেনি।"

তিনি আরও যোগ করেন, "কিছুদিন আগে সেন্ট ভিনসেন্টে বিশ্বকাপ খেললাম একই ধরনের উইকেটে। সিরিজ না বিশ্বকাপে। ১৩০, ১৪০ রানও বেশি ছিল। ক্রিকেটে এমন থাকবে কিছু কিছু দিন। প্লেয়ার হিসেবে আমাদের মানিয়ে নিয়ে খেলাটাই কাজ। প্রথম দুই ম্যাচে আমরা পেরেছি, তারা পারেনি। আজকে আমরা পারিনি তারা ভালো খেলেছে।"
 

ব্যাটারদের জ্বলে উঠতে না পারা প্রসঙ্গে লিটন জানান, "না দুঃসংবাদ না। ভালো ক্রিকেট খেলিনি। আগের ৪ ম্যাচ টপ অর্ডারে কেউ না কেউ রান করেছে। শেষ ম্যাচ বাদে সব ম্যাচে টপ অর্ডার রান করেছে। ক্রিকেট খেলায় কারও উপর নির্ভর করা উচিত না। সুযোগ পেলে সবাইকেই ভালো করতে হবে। আজকে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং ইউনিট আজকে ব্যর্থ হয়েছে।"

 

এমন উইকেটে খেললে আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে লিটন আশাবাদী। তার মতে, "অবশ্যই এভাবে এমন উইকেটে খেলে গেলে এটা অবশ্যই সাহায্য করবে। অবশ্যই সাহায্য করবে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সাহায্য করবে বলে মনে হয়।"