সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এনসিএলে বাড়ছে ম্যাচ ফি, খেলছেন তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৮:৩৪ পিএম

এনসিএলে বাড়ছে ম্যাচ ফি, খেলছেন তামিম-মুশফিকরা

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ক্রিকেটারদের জন্য সুখবর। এই আসরে ম্যাচ ফি বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে, যা গত আসরের তুলনায় ১৫ হাজার টাকা বেশি। পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্য আরও বড় খবর হলো, এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ সেপ্টেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে।


গত মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় খেলার বাইরে ছিলেন তামিম ইকবাল। আকরাম খান নিশ্চিত করেছেন যে, তামিম সুস্থ হয়ে ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এবং চট্টগ্রামের হয়ে খেলবেন।

মুশফিকুর রহিম তার নিজ বিভাগ রাজশাহীর পরিবর্তে সিলেটের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদ কোন দলের হয়ে খেলবেন, তা এখনো চূড়ান্ত না হলেও তার খেলার সম্ভাবনা প্রবল।

এনসিএলের এবারের আসরের ম্যাচগুলো সিলেট, বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ হিসেবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।