সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গামিনির বিদায়, বিসিবিতে ফিরছেন নতুন কিউরেটর

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১১:২২ এএম

গামিনির বিদায়, বিসিবিতে ফিরছেন নতুন কিউরেটর

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বিসিবি। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গামিনির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক কিউরেটর টনি হেমিং।

সূত্রমতে, টনি হেমিং আজ শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছাবেন। তিনি এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে বিসিবির হয়ে কাজ করেছেন। তবে গত বছর তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্ব নিতে বিসিবি থেকে পদত্যাগ করেন।


বর্তমানে পিসিবির সঙ্গে তার চুক্তি থাকলেও, তাকে আবার বিসিবিতে ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে। বিসিবি চায়, তার পাকিস্তান থেকে বাংলাদেশে আসার প্রক্রিয়াটি যেন মসৃণ হয়। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।

অন্যদিকে, গামিনির চুক্তি নবায়ন করা হলেও তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাকে তিন মাসের নোটিস দেওয়া হবে এবং এই সময়ের পরই তার চুক্তি শেষ হবে। গামিনি আগামী ১০ আগস্ট কলম্বোয় ফিরে যাবেন বলে জানা গেছে। তার বিদায় বিসিবিতে পিচ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।