মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের পর শ্রীলংকার সিরিজও বাতিল করতে চায় ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৬:৫০ পিএম

বাংলাদেশের পর শ্রীলংকার সিরিজও বাতিল করতে চায় ভারত

ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করার পর এবার তারা শ্রীলংকার বিপক্ষেও সিরিজ বাতিল করতে চাইছে। আসন্ন এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সফরের আগে দলের ক্রিকেটারদের যথেষ্ট বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনা ভারতের ক্রিকেট কূটনীতি এবং আন্তর্জাতিক সিরিজের প্রতিশ্রুতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিলের পর এবার শ্রীলংকার সঙ্গেও সিরিজ খেলতে চাইছে না ভারত। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আসন্ন এশিয়া কাপের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

কিছুদিন আগে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল ভারত। এরপর আগস্টের শেষ দিকে শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমাতেই এই সিরিজটিও বাতিল করার পরিকল্পনা করছে বিসিসিআই।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ না খেললে এশিয়া কাপে মাঠে নামার আগে ভারতের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না। তবে কোচ গৌতম গম্ভীর মেগা টুর্নামেন্টের আগে দলকে চাঙ্গা ও ইনজুরি সমস্যা থেকে মুক্ত রাখতে এই বিশ্রাম জরুরি বলে মনে করছেন।

এদিকে, বিসিসিআই আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েছে। ওপেনিং স্লটে শুভমান গিল বিবেচনায় আসায় নির্বাচকদের মধ্যে কিছুটা দ্বিধা তৈরি হয়েছে। তাছাড়া যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনও এই তালিকায় আছেন।

ভারতের সম্ভাব্য স্কোয়াডে জায়গা পেতে পারেন: যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার জাদব, সানজু স্যামসন, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, রিয়ান পরাগ/ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং।