সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা, এক নজরে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০৯:৫৪ এএম

এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা, এক নজরে

ছবি- সংগৃহীত

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ৮টি বিভাগীয় দলের কোচের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে দেশীয় অভিজ্ঞ ও নবীন কোচদের সমন্বয়ে গঠিত এই দলগুলো নিজেদের প্রস্তুত করছে। বিশেষ করে বিপিএলের আগে নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবেই এনসিএলকে দেখা হচ্ছে, আর তাই কোচিং প্যানেলের এই তালিকা ক্রিকেটপ্রেমীদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।

আমাদের অনুসন্ধানে জানা গেছে, এবারের আসরে অভিজ্ঞতার পাশাপাশি নতুন মুখের আগমন ঘটেছে। ঢাকা বিভাগীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল, যিনি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে পরপর দু’টি শিরোপা জিতেছেন। অন্যদিকে, চট্টগ্রামের দায়িত্বে রয়েছেন মাহবুব আলী জ্যাকি, যিনি স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অবদান রেখেছেন। সিলেটের কোচ হিসেবে পরিচিত মুখ রাজিন সালেহ থাকছেন, যার বয়সভিত্তিক দল গঠনে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। রাজশাহী বিভাগীয় দল সামলাবেন আব্দুল করিম জুয়েল, যিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন।

সবচেয়ে চমকপ্রদ খবর হলো, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে এবার বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দেখা যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করা এই ব্যাটার কোচিং পেশায় ইতিমধ্যেই সফলভাবে নিজেকে প্রমাণ করেছেন এবং এবার ঘরোয়া টুর্নামেন্টে তার নেতৃত্ব দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা। একইভাবে, খুলনা বিভাগের দায়িত্বে থাকছেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার তুষার ইমরান, যিনি তার ক্যারিয়ারে ১১ হাজারের বেশি রান করেছেন। রংপুর বিভাগের কোচ হিসেবে থাকছেন সাইফুল ইসলাম খান, যিনি স্থানীয় ও জেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে কোচিং করিয়ে আসছেন।

এছাড়াও, ঢাকা মেট্রোর দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন, যিনি কোচিং পেশায় আগেই মনোনিবেশ করেছেন। যদিও এই আসরের পর ঢাকা মেট্রো দল আর থাকছে না বলে জানানো হয়েছে। এই অভিজ্ঞ ও নবীন কোচের সমন্বয় এনসিএলকে একটি ভিন্ন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটাররাও এই ঘরোয়া টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স দিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার অপেক্ষায় আছেন।