আগস্ট ১৬, ২০২৫, ০৩:৫১ পিএম
চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, রোববার ফোর্ট লডারডেলে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে মেসিকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩৮ বছর বয়সী এই তারকা খেলোয়াড় লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের মাংসপেশিতে চোট পান। সেই চোটের পর তিনি দলের হয়ে টানা দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন। এই সপ্তাহের শুরুতে মেসি আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, “লিও ভালো আছে। বুধবার থেকে সে দলের সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, কোনো অস্বাভাবিক কিছু না ঘটলে আগামীকালের ম্যাচের জন্য তাকে দলে রাখা হবে।”
মেসির উপস্থিতি ইন্টার মায়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৌসুমে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। এমএলএস গোল্ডেন বুট দৌড়ে তিনি ন্যাশভিলের স্যাম সুরিজের সঙ্গে সমান ১৮ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন। ১৭ ম্যাচে তিনি ১০টি অ্যাসিস্টও করেছেন।
ইতিমধ্যে ইন্টার মায়ামি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এমএলএস টেবিলেও তাদের অবস্থান এখন ষষ্ঠ, ৪২ পয়েন্ট নিয়ে। প্লে-অফের কাট লাইনের উপরে তারা ছয় পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। মেসির প্রত্যাবর্তন দলের পারফরম্যান্সে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।