রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বার্সেলোনার দুর্দান্ত শুরু, মায়োর্কাকে ৩-০ গোলে হারালো |

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৯:৫৩ এএম

বার্সেলোনার দুর্দান্ত শুরু, মায়োর্কাকে ৩-০ গোলে হারালো |

ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত জয় পেল বার্সেলোনা। শনিবার রাতে রিয়াল মায়োর্কাকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো কাতালানরা। এই জয়ের পেছনে মূল ভূমিকা পালন করেছেন রাফিনিয়া, লামিন ইয়ামাল এবং ফেররান তোরেস।

ম্যাচের শুরু থেকেই বার্সা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। এর ফলস্বরূপ মাত্র সাত মিনিটেই প্রথম গোলের দেখা পায় তারা। তরুণ তুর্কি লামিন ইয়ামালের বাড়ানো নিখুঁত ক্রস থেকে দারুণ শটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এই গোলের মাধ্যমে বার্সার দুর্দান্ত শুরুর ইঙ্গিত পাওয়া যায়।

২৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি আসে। ফেররান তোরেসের এই গোলটি অবশ্য বিতর্ক তৈরি করে। মায়োর্কার অধিনায়ক আন্তোনিও রাইয়োর মাথায় আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবে খেলা বন্ধ না হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তোরেস।

ম্যাচের প্রথমার্ধেই মায়োর্কার উপর চাপ বাড়ে। ৩২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোরলানেস। এর কয়েক মিনিট পরেই ভেদাত মুরিকি সরাসরি লাল কার্ড দেখলে নয়জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এরপরও, গোলরক্ষক লিও রোমানের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে দুই জন বেশি খেলোয়াড় নিয়ে খেলেও বার্সেলোনা সহজভাবে গোলের দেখা পায়নি। লিও রোমান একের পর এক আক্রমণ রুখে দেন। বিশেষ করে দানি ওলমো, পেদ্রি ও রাফিনিয়ার বেশ কিছু শট তিনি দক্ষতার সাথে ঠেকিয়ে দেন।

তবে ইনজুরি সময়ে ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল বার্সাকে তৃতীয় গোল এনে দেন। বক্সে সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় তিনি গোল করে ৩-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে বার্সেলোনা নতুন মৌসুমে দারুণ শুরু করল। এখন তাদের পরবর্তী চ্যালেঞ্জ লেভান্তের মাঠে, যেখানে আগামী সপ্তাহে খেলতে নামবে দলটি।