আগস্ট ১৬, ২০২৫, ০৫:১০ পিএম
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড গড়তে চলেছেন ২১ বছর বয়সী প্রতিভাবান অলরাউন্ডার জ্যাকব বেথেল। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
ওয়ারউইকশায়ারের হয়ে খেলা এই তরুণ খেলোয়াড় ইতোমধ্যেই তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, ১৯৮৮/৮৯ সালে ২৩ বছর বয়সে মন্টি বাউডেন ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন, কিন্তু এখন বেথেল সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।
এ পর্যন্ত বেথেল ইংল্যান্ডের হয়ে চারটি টেস্ট, ১৩টি টি-টোয়েন্টি এবং ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সম্প্রতি ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইনজুরি আক্রান্ত বেন স্টোকসের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল। যদিও ব্যাট হাতে তিনি খুব বেশি সাফল্য পাননি, তবুও তার নেতৃত্বের গুণাবলীর কারণে নির্বাচকরা তার উপর আস্থা রেখেছেন।
ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেন, “নিজের নেতৃত্বগুণ দিয়ে ইতোমধ্যেই সবাইকে অনুপ্রাণিত করেছেন বেথেল। আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও উন্নত করার সুযোগ সে পাচ্ছে।”
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহাম আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, টন হার্টলি, ডাকেট জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পট, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।