মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বদলে যাওয়া সাইফ হাসান দিলেন আস্থার দারুণ প্রতিদান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১১:১৪ এএম

বদলে যাওয়া সাইফ হাসান দিলেন আস্থার দারুণ প্রতিদান

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলে নতুন করে ফিরে আসার পর থেকেই সাইফ হাসানকে নিয়ে আলোচনা চলছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে তার বোলিং দক্ষতা কাজে লাগাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি সেই আস্থার প্রতিদান দিলেন দারুণভাবে। ব্যাট ও বল হাতে বদলে যাওয়া এক সাইফের দেখা মিলল, যিনি নিজেকে ‘হরফন মওলা’ হিসেবে প্রমাণ করলেন।

২০২৩ সালের এশিয়াডের পর এই প্রথম বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেললেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের প্রথম ওভারেই তিনি প্রতিপক্ষের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নেন। এরপর চতুর্থ বলে উইকেট নেওয়ার পর পঞ্চম বলে ওয়াইড করলেও শেষ বলে তিনি আরও একটি উইকেট লাভ করেন। তার দ্বিতীয় শিকার ছিলেন নিদামানুরু, যিনি তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ হন।

মাত্র দুই ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২টি মূল্যবান উইকেট তুলে নেন সাইফ। তবে তার উজ্জ্বলতা এখানেই শেষ হয়নি, তিনি আলো ছড়িয়েছেন ব্যাটিংয়েও। একসময় রান তুলতে হাঁসফাঁস করা সাইফকে এদিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। যখন তিনি ক্রিজে আসেন, দলের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৫ রান। সাইফ সাবলীল গতিতে রান তুলেছেন, একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন অবলীলায়। দারুণভাবে ম্যাচ শেষ করে তিনি নিজের ব্যাটিং দক্ষতারও প্রমাণ দেন।

ম্যাচের বিরতিতে সাইফ হাসান নিজেই জানান, এই জায়গায় আসার পেছনে অনেক কঠোর পরিশ্রম ছিল। তিনি বলেন, “আজ সুযোগটা পেলাম, সর্বোচ্চটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।” জাতীয় দলের সার্কিট থেকে দূরে থাকা অবস্থায় তিনি ব্যাট হাতে নতুন নতুন শট যোগ করেছেন এবং নিজের খেলার ধরন বদলেছেন। তারই ফলশ্রুতিতে তার এমন বদলে যাওয়া খেলার চিত্র দেখা গেল, যা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাকে সফল করেছে।