সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:২৯ এএম
শুক্রবার পোল্যান্ডের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের আক্রমণভাগ শুরু থেকেই দুর্দান্ত ছিল। খেলার দশম মিনিটেই মাইকেল ওলিস ফ্রান্সকে এগিয়ে দেন। বার্কোলার বাড়ানো বলে নিখুঁত শটে তিনি চলতি মৌসুমে তার পঞ্চম গোলটি করেন। এই গোলের পর ফ্রান্সের আক্রমণ আরও তীব্র হয়। প্রথমার্ধেই বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ওলিস ও এমবাপে আরও কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ইউক্রেনের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তা তাদের ব্যবধান বাড়াতে দেয়নি।
দ্বিতীয়ার্ধে ইউক্রেন ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বেশ কিছু আক্রমণ চালায়, যার মধ্যে একটি হেড গোলপোস্টে লেগে ফিরে আসে এবং আরেকটি হেড ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে গোললাইন থেকে ফিরিয়ে দেন। ইউক্রেনের এই দুর্ভাগ্যজনক ব্যর্থতার পর ফ্রান্সের পক্ষে ম্যাচের ফলাফল নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে।
৮২তম মিনিটে অঁরেলিয়ে চুয়ামেনির দুর্দান্ত পাস থেকে বল পেয়ে এমবাপে বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়ান। এই গোলের মাধ্যমে তিনি ফ্রান্সের হয়ে তার ৫১তম গোল করেন, যা তাকে কিংবদন্তি থিয়েরি অঁরির পাশে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে দাঁড় করিয়েছে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনও অলিভিয়ে জিরুর দখলে, যা ৫৭ গোল।
ম্যাচে ফ্রান্স প্রায় ৫৬ শতাংশ বল নিজেদের দখলে রাখে এবং ১৬টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ইউক্রেন ৮টি শটের ৩টি লক্ষ্যে রেখেও গোলের দেখা পায়নি।