আগস্ট ৩১, ২০২৫, ১০:২৯ পিএম
দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা আর ফুটবলপ্রেম, এই দুইয়ের মিশেলে ভুটানের মাটিতে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। এই অসাধারণ জয়ের নেপথ্যের নায়িকা হলেন ময়মনসিংহের মেয়ে সৌরভী আকন্দ প্রীতি। খেলার ঠিক আগ মুহূর্তে যখন তিনি জানতে পারেন তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তখন এই দুঃসংবাদও তার মনোবল ভাঙতে পারেনি।
সৌরভী আকন্দ প্রীতি তার বড় ভাইয়ের কাছ থেকে মায়ের অসুস্থতার খবর পেয়েছিলেন। তার মা-বাবা দুজনেই দীর্ঘদিন ধরে অসুস্থ। খেলার মাঠে নামার আগে ফজরের নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন দেশের জন্য কিছু করতে পারেন। তার প্রার্থনা কাজে লেগেছে। খেলায় তিনি নিজে একটি গোল করেছেন এবং শেষ মুহূর্তে তার শট প্রতিপক্ষের জালে জড়িয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে।
যদিও এই জয় বাংলাদেশকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করতে পারেনি, তবুও এটি ছিল একটি দারুণ পারফরম্যান্স। সৌরভী টুর্নামেন্টে ৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তিনি তার এই সাফল্যের কৃতিত্ব আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং দেশের জন্য ভালো কিছু করার ইচ্ছাকে দিয়েছেন। তবে তার মনে একটি আফসোসও রয়ে গেছে, যদি ভুটানের সাথে আরও ভালো করতে পারতেন তাহলে হয়তো চ্যাম্পিয়ন হতে পারতেন।
সৌরভী ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়ো গ্রামের আবুল কালাম আকন্দ ও মনোয়ারা আক্তারের মেয়ে। তার পরিবারের ছোট সদস্য তিনি। বর্তমানে তিনি নান্দাইল উপজেলা পাইলট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়েন। এর আগে ২০২২ সালে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ৯ গোল এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে ৭ গোল করে সেরা খেলোয়াড় হয়েছিলেন। যতবারই দেশের বাইরে গেছেন, ততবারই গোল পেয়েছেন। এবার ভুটানে তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন