আগস্ট ৩১, ২০২৫, ০৩:৩৮ পিএম
তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দুটি গোল বাতিল হওয়া সত্ত্বেও রিয়াল মাদ্রিদ লা লিগায় তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে তারা মৌসুমে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এমবাপ্পে জোড়া গোল করে উৎসবের প্রস্তুতি নিলেও, অফসাইড ও হ্যান্ডবলের কারণে তার সেই মুহূর্তগুলো ম্লান হয়ে যায়।
ম্যাচের শুরুতেই রিয়াল আক্রমণাত্মক ছিল। চতুর্থ মিনিটে চুয়ামেনির একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৬ মিনিটেই এমবাপ্পে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। রিয়ালের এই হতাশা কাটিয়ে ওঠার আগেই ১৮ মিনিটে মায়োর্কার মুরিকি হেডে গোল করে রিয়ালকে চমকে দেন।
তবে রিয়াল এই ধাক্কা দ্রুত সামলে ওঠে। ৩৭ মিনিটে তুর্কি তরুণ আর্দা গুলার রিয়ালকে সমতায় ফেরান। এর এক মিনিট পরই ভিনিসিয়ুস জুনিয়র বাম পায়ের দারুণ শটে গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে এমবাপ্পে আবারও গোল করলেও, এবারও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধেও এমবাপ্পের হতাশা কাটেনি। ৫৫ মিনিটে গুলার আরেকটি গোল করলেও সেটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এরপরও রিয়াল আক্রমণে চাপ অব্যাহত রাখে। ৬৭ মিনিটে আলভারো কারেরাস মায়োর্কার একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। শেষ পর্যন্ত এমবাপ্পের আরেকটি শট প্রতিহত হলে তাকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।
এই জয়ে রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।