আগস্ট ৩১, ২০২৫, ০৪:৩৮ পিএম
ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪ হাজার রান এবং ৩০০ উইকেট—দুটি অসাধারণ কীর্তি গড়া বিশ্বের প্রথম ক্রিকেটার এখন তিনি। তার এই নতুন রেকর্ডটি টি-টোয়েন্টি ক্রিকেটে তার অবিসংবাদিত অবস্থানকে আরও একবার প্রমাণ করে। এর আগে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটধারী কোনো ক্রিকেটার ১০ হাজার রানও করতে পারেননি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ম্যাচে পোলার্ড এই মাইলফলক স্পর্শ করেন। মাত্র ১৯ রানের একটি অপরাজিত ইনিংস খেলে তিনি এই অনন্য রেকর্ডের খাতায় নিজের নাম লেখান। তার এই ইনিংসের সুবাদে তার দল ১৭৮ রানের বড় লক্ষ্য সহজেই তাড়া করতে সক্ষম হয়। টি-টোয়েন্টিতে পোলার্ডের আগে কেবল ক্রিস গেইলই ১৪ হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন। তবে গেইলের উইকেট সংখ্যা অনেক কম। পোলার্ডের ৭১২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে একটি সেঞ্চুরি ও ৬৪টি ফিফটি রয়েছে। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল ছেড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। তার বোলিং কমে গেলেও, তার ঝুলিতে রয়েছে ৩৩২টি উইকেট। তার সেরা বোলিং ফিগার ১৫ রানে ৪ উইকেট, এবং ৪২৫ ইনিংসে তিনি ৮ বার ৪ উইকেট নিয়েছেন।