মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

গোল বাতিলের হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের, তবু টপকে গেল বার্সেলোনাকে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৯:৫১ এএম

গোল বাতিলের হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের, তবু টপকে গেল বার্সেলোনাকে

ছবি- সংগৃহীত

স্কোরলাইন ২-১ বললেও, রিয়াল মাদ্রিদের জয়টি আরও বড় হতে পারত। মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে তারা, কিন্তু তাদের তিনটি গোল বাতিল হয়েছে।

ম্যাচের শুরুতেই ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের গোল অফসাইডের কারণে ভিএআরে বাতিল হয়। একই কারণে আরও একবার হতাশ হতে হয় তাকে। এরপর ১৮ মিনিটে ভেদাত মুরিকির গোলে এগিয়ে যায় মায়োর্কা।

তবে রিয়াল মাদ্রিদ দ্রুতই জবাব দেয়। ৩৫ মিনিটে আর্দা গুলেরের গোলে সমতা ফেরে এবং এর পরের মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের একক প্রচেষ্টায় করা এক অসাধারণ গোলে জয় নিশ্চিত করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে আরও একবার গোল বাতিল হয় রিয়ালের। ৫৮ মিনিটে আর্দা গুলের বল জালে জড়ালেও হ্যান্ডবলের কারণে ভিএআরের সিদ্ধান্তে তার গোলটি বাতিল করা হয়।

গোল বাতিলের হ্যাটট্রিক হলেও রিয়ালের জয় ‘বাতিল’ হয়নি। লা লিগায় তিন ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওর পয়েন্ট ৬ করে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে লিগের শীর্ষে উঠে আসায় স্বস্তিতে রয়েছে।