সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

জয়ের পরও মেসিকে নিয়ে দুশ্চিন্তায় মায়ামি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ১১:২২ এএম

জয়ের পরও মেসিকে নিয়ে দুশ্চিন্তায় মায়ামি

ছবি- সংগৃহীত

লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাখসার বিপক্ষে ম্যাচে সবার চোখ ছিল লিওনেল মেসির দিকে। শুরুটাও করেছিলেন চিরচেনা ছন্দে, কিন্তু ম্যাচের ১১ মিনিটেই বদলি হয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে। ম্যাচের ৭ মিনিটে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়ার সময় ট্যাকল খেয়ে পড়ে যান মেসি। এরপর উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেননি খেলা চালিয়ে যেতে। তার মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল, কিছু একটা হয়েছে।

নেকাখসার দুই ডিফেন্ডার—রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলের পরই চোট পান মেসি। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১১ মিনিটে ফেদেরিকো রেদোনদোকে জায়গা করে দেন।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, "আগামীকাল পর্যন্ত আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। সম্ভবত গুরুতর কিছু নয়, কারণ মেসির তেমন ব্যথা নেই। তবে সে অস্বস্তি বোধ করছে।"

মেসিকে হারানোর ধাক্কা সামলেও ইন্টার মায়ামির শুরুটা দারুণই ছিল। ম্যাচের ১২ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় দলটি। তবে ১৭ মিনিটেই বড় ধাক্কা খায় তারা—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন।

১০ জনের দলে পরিণত হয়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে মায়ামি। ৩৩ মিনিটে সেই চাপের ফলেই সমতা ফেরান নেকাখসার থমাস বাদালোনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

এরপর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে খেলোয়াড় সংখ্যাতেও সমতা ফেরে—লাল কার্ড দেখেন নেকাখসার ক্রিস্টিয়ান ক্যালদেরন। তবে মাঠের খেলায় আবারও এগিয়ে যায় নেকাখসা। ৮১ মিনিটে রিকার্ডো মনরিয়েলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল মেক্সিকান ক্লাবটি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই দুর্দান্ত এক গোল করেন মায়ামির জর্দি আলবা। আলবার সেই গোল ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ইন্টার মায়ামির প্রথম পাঁচ শটের সবাই গোল করতে সক্ষম হন। অন্যদিকে, নেকাখসার থমাস বাদালোনি মিস করলে ৫-৪ ব্যবধানে জয় পায় মায়ামি

লিগস কাপের নিয়ম অনুযায়ী, টাইব্রেকারে জয় মানে ২ পয়েন্ট। আগের ম্যাচে আটলাসকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি, সে হিসাবে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট

লিগস কাপে আগামী বৃহস্পতিবার মেক্সিকোর আরেক ক্লাব পুমাসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।