সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়লো ভারত-ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ০৪:৫৩ পিএম

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়লো ভারত-ইংল্যান্ড।

ছবি- সংগৃহীত

ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি কেবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না, এটি টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ডও গড়েছে। এই সিরিজে দুই দলের সম্মিলিতভাবে মোট ৯ জন ব্যাটসম্যান ৪০০ বা তার বেশি রান করেছেন, যা এর আগে কোনো টেস্ট সিরিজে ঘটেনি। এই নতুন রেকর্ড ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বহু ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। তবে ব্যাটসম্যানদের এমন ধারাবাহিক পারফরম্যান্সের নজির এর আগে দেখা যায়নি। এর আগে ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া সিরিজে এবং ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে সর্বোচ্চ ৮ জন ব্যাটসম্যান ৪০০ বা তার বেশি রান করেছিলেন। ভারত-ইংল্যান্ড সিরিজে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে।

এই ঐতিহাসিক রেকর্ডের তালিকায় ভারতের পাঁচজন এবং ইংল্যান্ডের চারজন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন:

  • শুভমান গিল (৭৫৪ রান)

  • লোকেশ রাহুল (৫৩২ রান)

  • রবীন্দ্র জাদেজা (৫১৬ রান)

  • ঋষভ পন্ত (৪৭৯ রান)

  • যশস্বী জয়সওয়াল (৪০০+ রান)

অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে এই তালিকায় স্থান পেয়েছেন:

  • জো রুট (৫৩৭ রান)

  • বেন ডাকেট (৪০০+ রান)

  • জেমি স্মিথ (৪০০+ রান)

  • হ্যারি ব্রুক (৪০০+ রান)

 এই সিরিজের রান সংগ্রাহকদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। পাঁচ টেস্টে তিনি মোট ৭৫৪ রান করেছেন, যার মধ্যে চারটি সেঞ্চুরি রয়েছে। তার এই দুর্দান্ত পারফরম্যান্স ১৯৯০ সালে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার গ্রাহাম গুচের গড়া ৭৫২ রানের রেকর্ড ভেঙে দিয়েছে।