আগস্ট ৩১, ২০২৫, ০৯:৩৮ এএম
লা লিগায় নিজেদের অপ্রতিরোধ্য ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে পিছিয়ে পড়েও অসাধারণ কামব্যাকে ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে তারা। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জাবি আলোনসোর দল।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ১৮তম মিনিটে ভেদাত মুরিকির হেডে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। তবে দলের হয়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন আর্দা গুলের। ৩৭তম মিনিটে আলভারো কারেরাসের লং বল থেকে ডিন হুইসেনের বাড়ানো বলে গোল করে সমতা ফেরান তিনি। এর ঠিক এক মিনিট পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে মায়োর্কার জালে বল জড়িয়ে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা। গত সপ্তাহে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল এবং অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস আবারও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। মায়োর্কার বিপক্ষে লা লিগায় ১০ ম্যাচে এখন পর্যন্ত ছয়টি গোলে সরাসরি জড়িত তিনি (চার গোল, দুটি অ্যাসিস্ট)। এর মধ্যে ঘরের মাঠে চার ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন।
দ্বিতীয়ার্ধে মায়োর্কা ম্যাচে ফেরার বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। আলভারো কারেরাসের একটি গোললাইন ক্লিয়ারেন্সের সুবাদে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় মাদ্রিদ। এই জয়ের ফলে লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। পাশাপাশি, ঘরের মাঠে এটি তাদের টানা ষষ্ঠ লিগ জয়। লা লিগায় মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের টানা জয়ের সংখ্যা এখন ১০। এই ম্যাচে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। মাত্র ১৮ বছর ১৬ দিন বয়সে বার্নাব্যুতে লিগ ম্যাচে শুরুর একাদশে নেমে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ২১শ শতকে রিয়ালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।