মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

নারীদের কোপা আমেরিকায় উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ১০:৩৬ এএম

নারীদের কোপা আমেরিকায় উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত

কোপা আমেরিকা ফেমেনিনা ২০২৫-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়েকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের কিটো শহরের এস্তাদিও রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে শেষ হলে ফলাফল নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। পেনাল্টিতে উরুগুয়েকে ৫-৪ গোলে হারায় আর্জেন্টাইন নারীরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। খেলার ২৪তম মিনিটেই আলদানা কোমেত্তির গোলে এগিয়ে যায় তারা। তবে উরুগুয়ে দ্রুতই খেলায় ফেরে। ৩৫তম মিনিটে এস্পেরানজা পিজারো এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জুলিয়ানা ভিয়েরা গোল করে উরুগুয়েকে ২-১ গোলে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ৮১তম মিনিটে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দোর পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা তাদের নেওয়া সবগুলো শটেই গোল করে। অন্যদিকে, উরুগুয়ের হয়ে স্টেফানি লাকোস্তের নেওয়া শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সোলানা পেরেইরা, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ের ফলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা ফেমেনিনা টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করল।

ফাইনালের এই ম্যাচের আগে সেমিফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়েছিল। অন্যদিকে, উরুগুয়ে ব্রাজিলের কাছে ১-৫ গোলের বড় ব্যবধানে হেরেছিল।