সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৫১ এএম
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জিতলেই লিটন দাসের দল সিরিজ জয় নিশ্চিত করবে। অন্যদিকে, নেদারল্যান্ডসের জন্য সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
গতকাল সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের খেলোয়াড় নোয়া ক্রোস জানান, তার দল সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, 'অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি আমরা পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১ এ সিরিজ জিতব।' বাংলাদেশের পেসারদের প্রশংসা করে ক্রোস আরও বলেন, 'আমার মনে হয় ওরা সত্যিই খুব উঁচু মানের বোলার। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।' এখানকার কন্ডিশন তাদের জন্য অচেনা উল্লেখ করে তিনি বলেন, 'এই ধরনের উইকেট ও কন্ডিশনে খেলা অবশ্যই বিশ্বকাপের জন্য ভালো এক অভিজ্ঞতা।'
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন একাদশ নিয়ে বলেন, 'দলের যে অবস্থা এখানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা আরও বাড়তে পারে।' তিনি আরও বলেন, 'ছেলেরা নিজেদের ভেতর প্রতিযোগিতা করলে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেল বাড়বে। আগে হয়ত টিকে থাকতে খেলত, এখন পারফর্ম করতে চাইবে। পারফর্ম করে যেন টিকে থাকে এমন যেন না হয় যে অন্য কেউ খারাপ করেছে তাই ঢুকে গেছে। পারফর্ম করলে দলের জন্য লাভ।' এই ম্যাচে নুরুল হাসান সোহান খেলবেন কি না, এ বিষয়ে তিনি কোনো নিশ্চিত তথ্য দেননি।