শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ভারতীয় ক্রিকেটারকে আইসিসির কঠোর শাস্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০৬:১৭ পিএম

ভারতীয় ক্রিকেটারকে আইসিসির কঠোর শাস্তি

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুইবার প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় ভারতের নারী ক্রিকেটার প্রতীকা রাওয়ালকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ইংল্যান্ড দলও।

মাঠে আগ্রাসী আচরণের জন্য বড় শাস্তির মুখে পড়লেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার প্রতীকা রাওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে দুবার শারীরিক সংঘর্ষে জড়ানোয় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সাথে তার শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

অন্যদিকে, স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ইংল্যান্ডের পুরো দলকেও। তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। শুক্রবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই শাস্তির ঘোষণা দেয়।

ঘটনাটি ঘটে সাউদাম্পটনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে। আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতীকা রাওয়াল দুটি ভিন্ন ঘটনায় আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেন।

প্রথমে, ভারতীয় ইনিংসের ১৮তম ওভারে রান নেওয়ার সময় তিনি ইংলিশ বোলার লরেন ফিলারের সাথে ধাক্কা খান। ঠিক এর পরের ওভারেই (১৯তম ওভার) স্পিনার সোফি একেলেস্টনের বলে আউট হয়ে সাজঘরে ফেরার পথে আবারও তার সাথে ধাক্কা লাগান রাওয়াল।

এই দুটি ঘটনাই আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদের পরিপন্থী। এই ধারা অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে ইচ্ছাকৃত বা অপ্রত্যাশিত শারীরিক সংঘর্ষ শাস্তিযোগ্য অপরাধ।

একই ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় ইংল্যান্ড দলকেও শাস্তি পেতে হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য প্রতি ওভার পিছিয়ে থাকার কারণে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ইংল্যান্ড নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল।

ম্যাচ রেফারি সারা বার্টলেট এই শাস্তি আরোপ করেন। ভারতের প্রতীকা রাওয়াল এবং ইংল্যান্ডের অধিনায়ক নাটালি সাইভার-ব্রান্ট উভয়েই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।