মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ভালো দল হওয়ার চেষ্টায় বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:২০ এএম

ভালো দল হওয়ার চেষ্টায় বাংলাদেশ

ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। প্রথম ম্যাচের পর ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম পাটোয়ারীর মতো খেলোয়াড়রা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। আজ সন্ধ্যায় ৬টায় ডাচদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, একটি ভালো দল হওয়ার পথে তারা কোনো ধরনের ঘাটতি রাখতে চান না।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে দলের ধারাবাহিক সাফল্য সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করেছে। মোহাম্মদ সালাউদ্দিনের মতে, "একটি ভালো দল হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা চেষ্টা করছি সেটাই করার।" তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি কম হওয়ায় খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগ সীমিত থাকে। তাই এবার সুযোগটি কাজে লাগিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের সব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

কোচ সালাউদ্দিন দলের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ খুশি। তিনি মনে করেন, বড় ক্রিকেটার হওয়ার জন্য যেসব গুণাবলী প্রয়োজন, এই দলের অনেক ক্রিকেটারের মধ্যেই তা রয়েছে। লিটন দাসের মতো সিনিয়র খেলোয়াড়রা যেমন ছন্দে ফিরেছেন, তেমনি সাইফ হাসানের মতো নতুনরা সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করছেন। দলের বোলারদের উন্নতিও চোখে পড়ার মতো। এই সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের পর দলের উন্নতির প্রক্রিয়া থেমে থাকবে না, বরং তা একটি চলমান প্রক্রিয়া হিসেবেই চলবে বলে তিনি মন্তব্য করেন।