মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

মেসির সুস্থতায় ঝুঁকি নয়, অরল্যান্ডো ম্যাচে থাকছেন না মাশ্চেরানো

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০১:০৪ পিএম

মেসির সুস্থতায় ঝুঁকি নয়, অরল্যান্ডো ম্যাচে থাকছেন না মাশ্চেরানো

ছবি- সংগৃহীত

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির fortunes বদলে গেছে। মাঠে তার অসাধারণ পারফরম্যান্সের কারণে দলের সাফল্যের গ্রাফ দ্রুতগতিতে উপরের দিকে উঠেছে। কিন্তু সম্প্রতি লিগস কাপের এক ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান মেসি। এই চোট নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে তার ভক্তদের মধ্যে। এমএলএস ও লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে মেসির দ্রুত সুস্থতা কামনায় ছিল ইন্টার মায়ামি শিবির। তবে দলের কোচ ও তার সাবেক সতীর্থ জাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, তারা মেসির সুস্থতার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না। অরল্যান্ডো সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তার দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য অপরিহার্য।

ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাশ্চেরানো তার দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। সম্প্রতি চোট পাওয়া মেসিকে অরল্যান্ডো সিটির বিপক্ষে আসন্ন এমএলএস ম্যাচে বিশ্রাম দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেন, “মেসি ভালো আছে, কিন্তু এই মুহূর্তে তাকে অরল্যান্ডোতে নিয়ে যাওয়া হবে পাগলামি। সামনে গুরুত্বপূর্ণ খেলাগুলো আছে, তাই কোনো ঝুঁকি নেওয়া ঠিক নয়। আমরা আশাবাদী, খুব শিগগিরই সে মাঠে ফিরবে।”

গত ২ আগস্ট নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ডান পায়ের পেশিতে হালকা চোট পান মেসি। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে চোটের অগ্রগতি এবং পুনর্বাসন প্রক্রিয়ার ওপর।

ইন্টার মায়ামির সামনে ব্যস্ত সূচি রয়েছে। অরল্যান্ডো ম্যাচের পর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সিকে আতিথ্য দেবে তারা। এর মাত্র তিন দিন পরই লিগস কাপের কোয়ার্টার ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএল। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য মেসিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়াটা দলের জন্য অত্যন্ত জরুরি।

মাশ্চেরানো বলেন, “আমাদের লক্ষ্য সব ম্যাচ জেতা। তবে খেলোয়াড়দের সুস্থতা সবার আগে। আমরা ১২টি এমএলএস ম্যাচ বাকি রেখেছি এবং সবগুলোতে জয় প্রত্যাশা করছি। লিগস কাপেও আমরা সব ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলতে চাই।”

মেসির দ্রুত আরোগ্য কামনা করছে পুরো ফুটবল বিশ্ব। ইন্টার মায়ামির এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা স্বল্পমেয়াদের ফলাফলের চেয়ে তাদের সেরা খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি সুস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।