আগস্ট ৩১, ২০২৫, ১২:৫৯ পিএম
মাত্র ১২ বলে ১১টি ছক্কা! ইনিংসের শেষ দুই ওভারে ৭৬ রানের অবিশ্বাস্য সংগ্রহ! এমন এক ঝোড়ো ইনিংস খেলে কালিকট গ্লোবস্টার্সকে এক অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সালমান নিজার। কেরালার স্থানীয় প্রিমিয়ার লিগে আদানি তিরুবনন্তপুরম রয়্যালসের বিপক্ষে শনিবার (৩০ আগস্ট) এই নজির গড়েন তিনি।
ইনিংসের ১৮ ওভার শেষে কালিকটের স্কোর ছিল ১১৫/৬। তখন দলীয় স্কোর দেখে সর্বোচ্চ ১৫০ রানও আশা করা কঠিন ছিল। কিন্তু সেখান থেকেই শুরু হয় সালমানের ব্যাটিং তাণ্ডব। শেষ দুই ওভারে তার অসাধারণ ব্যাটিংয়ে মোট ৭৬ রান যোগ হয়, যা ছিল ইনিংসের প্রায় ৩৯ শতাংশ।
সালমান নিজার ২৬ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে কোনো চার ছিল না। তিনি ১২টি ছক্কা হাঁকিয়েছেন। তার ইনিংসের শুরুটা অবশ্য ধীর ছিল। ১৪তম ওভারে ব্যাটিংয়ে নেমে ১৮তম ওভার শেষে তার সংগ্রহ ছিল ১৩ বলে মাত্র ১৭ রান। কিন্তু এরপর থেকেই যেন তিনি অন্যরূপে আবির্ভূত হন।
১৯তম ওভারে বল হাতে আসেন অভিজ্ঞ পেসার বাসিল থাম্পি। তার প্রথম পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকান সালমান। ওই ওভারেই আসে মোট ৩১ রান। এরপর শেষ ওভারে বল হাতে আসেন অভিজিৎ প্রভীন। তার প্রথম বলেই ছক্কা, এরপর এক ওয়াইড ও এক নো-বল। বাকি পাঁচটি বৈধ বলেও ছক্কা হাঁকান সালমান। শেষ ওভারে দলীয় স্কোরবোর্ডে অবিশ্বাস্য ৪০ রান যোগ হয়।
সালমানের এই ইনিংসের সুবাদে কালিকট গ্লোবস্টার্স ২০ ওভারে ১৮৬/৬ রান তোলে। জবাবে তিরুবনন্তপুরম রয়্যালস ১৭৩ রানে অলআউট হয় এবং ১৩ রানে জয় পায় গ্লোবস্টার্স। ম্যাচসেরা হিসেবে সালমান নিজারই পুরস্কৃত হন।