জুলাই ১৭, ২০২৫, ১০:৩৮ এএম
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত জিম্বাবোয়ে টি-২০ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। টিম রবিনসনের অপরাজিত ৭৫ এবং জ্যাকব ডাফি ও ম্যাট হেনরির সম্মিলিত ৬ উইকেট কিউইদের এই জয়ে মুখ্য ভূমিকা রাখে।
টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের শুরুটা নড়বড়ে হলেও, টিম রবিনসন এবং অভিষিক্ত বেভন জ্যাকবসের (৪৪) ১০৩ রানের অনবদ্য জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ১৭৩ রান। রবিনসন তার ইনিংসে দুর্দান্ত সব শট খেলে দলের স্কোরকে মজবুত করেন।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ২৭ রান করে শুরুটা ভালো করলেও, ম্যাট হেনরি এবং জ্যাকব ডাফির পেস আক্রমণে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ডেওয়াল্ড ব্রেভিস ৩৫ এবং জর্জ লিন্ডে ৩০ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। নিউ জিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকব ডাফি এবং ম্যাট হেনরি দুজনেই ৩টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৮.২ ওভারে ১৫২ রানে অলআউট করে দেন। এই জয়ের ফলে নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে তাদের যাত্রা শুরু করল এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে।
এই ম্যাচে নিউ জিল্যান্ডের অভিজ্ঞতার গভীরতা এবং শক্তিশালী বোলিং আক্রমণ সুস্পষ্ট ছিল, যা তাদের জয় নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন: