আগস্ট ৬, ২০২৫, ০৯:১৫ পিএম
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বুধবার রাতে লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই জয়ের নায়িকা ছিলেন তরুণ ফরোয়ার্ড সাগরিকা, যিনি জোড়া গোল করে দলের বিজয় নিশ্চিত করেছেন। অন্য গোলটি করেন মুনকি আক্তার।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধের ৩৬তম মিনিটে কর্নার থেকে আসা একটি বলে অসাধারণ হেডে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন সাগরিকা। এই লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট অব্যাহত ছিল। ৫৯তম মিনিটে দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে পরাস্ত করে দারুণ এক গোল করেন মুনকি আক্তার, যা বাংলাদেশের লিডকে ২-০ তে উন্নীত করে। তার নিখুঁত ফিনিশিং ছিল দেখার মতো।
ম্যাচে আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে সাগরিকার গোলের পরপরই শিখার দূরপাল্লার একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে মুনকির গোলের পর আরেকটি হেডও ক্রসবারে লেগে ফিরে আসে। ভাগ্য কিছুটা পক্ষে থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।
৮৫তম মিনিটে লাওস একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় সেই সুযোগ কাজে লাগিয়ে গোলটি করে লাওস। তবে ইনজুরি টাইমে আবারও জ্বলে ওঠেন সাগরিকা। ঠান্ডা মাথায় তিনি প্রতিপক্ষের বক্সে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন এবং একই সাথে বাংলাদেশের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।
সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাগরিকার ৪ গোল ছিল। এশিয়ার মঞ্চেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা প্রমাণ করে যে, তার গোলের ক্ষুধা শুধু দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নয়।
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তের মুখোমুখি হতে হবে। এই জয় দলটিকে পরবর্তী কঠিন ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস জোগাবে।