মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

৩ গোল বাতিলের ম্যাচেও রিয়ালকে জেতালেন ভিনিসিয়ুস-গুলার

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৯:৩৩ এএম

৩ গোল বাতিলের ম্যাচেও রিয়ালকে জেতালেন ভিনিসিয়ুস-গুলার

ছবি- সংগৃহীত

লা লিগায় গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় সহজ ছিল না। অফসাইড ও হ্যান্ডবলের কারণে তিনটি নিশ্চিত গোল বাতিল হওয়ার পরেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের নায়ক ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র ও আর্দা গুলার, যাদের গোল রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম তিন ম্যাচেই জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।

 এই ম্যাচের সবচেয়ে বড় হতাশায় ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। অফসাইডের ফাঁদে পড়ে তার দুইটি গোল বাতিল হয়। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ভিএআরে দেখানো অফসাইডের একটি স্থিরচিত্র শেয়ার করে হতাশা প্রকাশ করেন। কেবল এমবাপে নন, দলের তুর্কি প্রতিভা আর্দা গুলারের একটি গোলও হ্যান্ডবলের কারণে বাতিল হয়।

 ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের চতুর্থ মিনিটেই অঁরেলিয়ে চুয়ামেনি প্রথম শট নেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়। এর মাত্র দুই মিনিট পরই এমবাপে গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ১৮ মিনিটে মায়োর্কা অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায়। একটি কর্নার থেকে আসা বলে মুরিকির হেডে বল তার পিঠে লেগে জালে জড়ায়।

গোল হজমের পর রিয়াল মাদ্রিদ আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ৩৭ মিনিটে সমতা ফেরান আর্দা গুলার। আলভারো কারেরাসের ক্রস থেকে আসা বলে ডিন হুইজসেনের হেডে গোলবারের সামনে থাকা গুলার দ্বিতীয় হেডে অনায়াসে বল জালে পাঠান। এর ঠিক এক মিনিট পরই রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বাঁ পায়ের শটে তিনি দারুণভাবে লক্ষ্যভেদ করেন। বিরতির আগে এমবাপের আরও একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। ৫৫ মিনিটে গুলার তার দ্বিতীয় গোলটি করেন, কিন্তু ভিএআর হ্যান্ডবলের কারণে সেটি বাতিল করে দেয়। এরপর ম্যাচের ৬৭ মিনিটে কারেরাস প্রায় গোল হতে যাওয়া একটি শট অসাধারণভাবে রুখে রিয়ালকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন। শেষদিকে এমবাপের আরও কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়, যার ফলে জয় পেলেও তার চোখেমুখে হতাশা ছিল স্পষ্ট।

: এই জয়ের ফলে মৌসুমের প্রথম তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা দেরিতে মৌসুম শুরু করেছে, কিন্তু তারা এই মুহূর্তে সবার চেয়ে বেশি ম্যাচ খেলেছে।