সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

৭০০ ম্যাচ শেষে নেইমার, মেসি ও রোনালদোর পরিসংখ্যান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০৯:৫৩ এএম

৭০০ ম্যাচ শেষে নেইমার, মেসি ও রোনালদোর পরিসংখ্যান

ছবি- সংগৃহীত

আধুনিক ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মাঝেও নেইমার জুনিয়র সবসময়ই একটি উজ্জ্বল তারকা হিসেবে বিবেচিত হয়েছেন। যদিও তিনি কখনো ব্যালন ডি'অর জিততে পারেননি, তবুও তার পারফরম্যান্স প্রায়শই মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করা হয়। সম্প্রতি ৭০০ পেশাদার ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন নেইমার, যা তার ক্যারিয়ারের একটি বড় অর্জন। এই মাইলফলকের পর মেসি ও রোনালদোর সঙ্গে তার পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'রেডিট সকার'-এর এক পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে ৭০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন। এই মাইলফলক শেষে তার পারফরম্যান্সের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, তিনি বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন।

  • গোল: ৭০০ ম্যাচ শেষে মেসি করেছেন ৫৬৫টি গোল, রোনালদো করেছেন ৪৪৮টি। অন্যদিকে, নেইমারের গোল সংখ্যা ৪৩৩টি। গোলের দিক থেকে নেইমার কিছুটা পিছিয়ে থাকলেও, তার স্কোরিং ক্ষমতাকে কোনোভাবেই হেয় করা যায় না।

  • অ্যাসিস্ট: গোলে পিছিয়ে থাকলেও অ্যাসিস্টের ক্ষেত্রে নেইমার এগিয়ে আছেন। তিনি তার ক্যারিয়ারের প্রথম ৭০০ ম্যাচে মোট ২৪৪টি অ্যাসিস্ট করেছেন। মেসির অ্যাসিস্ট সংখ্যা ২৩২টি এবং রোনালদোর ১৪৭টি

  • মোট গোলে অবদান: গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট গোলে অবদানের দিক থেকে নেইমারের অবস্থান দ্বিতীয়। ৭০০ ম্যাচে নেইমারের মোট অবদান ৬৭৭টি। এই তালিকায় মেসি ৭৯৭টি অবদান নিয়ে শীর্ষে আছেন এবং রোনালদো ৫৯৫টি অবদান নিয়ে তৃতীয় স্থানে আছেন।

একের পর এক চোটের সঙ্গে লড়াই করেও নেইমারের এই পারফরম্যান্স প্রমাণ করে যে কেন তাকে মেসি ও রোনালদোর সঙ্গে একই ব্র্যাকেটে রাখা হয়।