মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

৯ গোলের ম্যাচে পিএসজির দাপুটে জয়, নেভেসের হ্যাটট্রিক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১০:৩৮ এএম

৯ গোলের ম্যাচে পিএসজির দাপুটে জয়, নেভেসের হ্যাটট্রিক

ছবি - সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আবারও তাদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত লিগ আঁ-এর এক রোমাঞ্চকর ম্যাচে তারা তুলুজকে ৬-৩ গোলে পরাজিত করেছে। এই জয়ে পিএসজি ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে।

ম্যাচের শুরু থেকেই পিএসজি ছিল অপ্রতিরোধ্য। মাত্র আধা ঘণ্টার মধ্যেই তারা প্রতিপক্ষের জালে বল পাঠায় চারবার। খেলার ৭ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন জোয়াও নেভেস, যা ছিল এক দুর্দান্ত বাইসাইকেল কিক। দুই মিনিট পর তরুণ তারকা ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় গোলটিও আসে নেভেসের পা থেকে, আবারও এক বাইসাইকেল কিকে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন উসমান দেম্বেলে। বিরতির আগে তুলুজের চার্লি ক্রেসওয়েল একটি গোল করে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধের শুরুতেও পিএসজির দাপট অব্যাহত থাকে। ৫১তম মিনিটে দেম্বেলে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন। ম্যাচের ৭৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন জোয়াও নেভেস, যা খেলার অন্যতম আকর্ষণ ছিল। এতে স্কোরলাইন দাঁড়ায় ৬-১।

ম্যাচের শেষ দিকে তুলুজের ইয়ান ও আলেক্সিস গোল করে হারের ব্যবধান কমালেও ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি। এই হারের পর তুলুজ ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এই দাপুটে জয় পিএসজির শিরোপা ধরে রাখার দৃঢ় সংকল্পের প্রতিফলন। তরুণ খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স এবং দলের সামগ্রিক বোঝাপড়া প্রমাণ করে, এই মৌসুমেও তারা লিগ আঁ-তে নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রস্তুত।