সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৫:৫১ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত

ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সব নৌযানকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।