শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

ধর্ষণের পর কিশোরী নিহত: যুক্তরাজ্যে গ্রেপ্তার কিশোর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০৭:৩৪ পিএম

ধর্ষণের পর কিশোরী নিহত: যুক্তরাজ্যে গ্রেপ্তার কিশোর

ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারে এক মর্মান্তিক ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা বিশ্ব জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সময় গত সোমবার রাতে হাডার্সফিল্ডের একটি ফ্ল্যাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, তারা এখনো এই মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্কাই নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হাডার্সফিল্ডের শীপরিজ রোডের একটি ফ্ল্যাটে কিশোরীর সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে এবং মঙ্গলবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই পুলিশ এই রহস্যময় ঘটনার তদন্ত শুরু করেছে।

গোয়েন্দা প্রধান পরিদর্শক স্টেসি অ্যাটকিনসন বলেন, "১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর পর আমরা বেশ কয়েকটি দল তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। আমরা এই মুহূর্তে তার মৃত্যুকে 'ব্যাখ্যাতীত' হিসেবে বিবেচনা করছি। এই তদন্ত জটিল এবং সম্ভবত দীর্ঘ হতে পারে। আমরা মেয়েটির মৃত্যুর পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার জন্য কাজ করছি।"

এদিকে, এই ঘটনার সঙ্গে ১৬ বছর বয়সী ওই কিশোরের সম্পর্ক নিয়ে পুলিশ এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সে পুলিশ হেফাজতে আছে। একইসঙ্গে পুলিশ ওই জেলার অন্য কোথাও ১৬ বছর বয়সী আরেক কিশোরীকে ধর্ষণের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে। এই ঘটনা যুক্তরাজ্যের মতো উন্নত দেশে কিশোর অপরাধের গুরুতর দিকটি আবারও সামনে নিয়ে এসেছে।c