রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

পানিতে তলিয়েছে সুন্দরবন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৩:৪৬ পিএম

পানিতে তলিয়েছে সুন্দরবন

ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব, অমাবস্যার গোণ, বৃষ্টি এবং সাগর উত্তাল থাকার কারণে মোংলার নদ-নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরবনের বিভিন্ন অংশ তলিয়ে গেছে।

আড়াই ফুট উচ্চতার পানিতে সুন্দরবনের অভ্যন্তরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। গোটা সুন্দরবনেই স্থান বিশেষে দুই থেকে আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। তবে, বনের অভ্যন্তরে মাটির উঁচু টিলা থাকায় বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না বনবিভাগ। এছাড়া, সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোলের রাস্তাও জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, "সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে। তলিয়ে গেছে বনসহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে পানিতে বন ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত চোখে পড়েনি।" তিনি আরও জানান, বনের অভ্যন্তরে উঁচু টিলা থাকায় বন্যপ্রাণীরা সেখানে আশ্রয় নিতে পারছে, তাই তাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন একটা নেই।