শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০৬:৫৫ পিএম

চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

ছবি- সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে জেসিমন বেগম (৩০) নামের এক তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে গত বুধবার (২৩ জুলাই) রাতে। জেসিমন বেগম তার নিজ বাড়ির বসতঘরে খাটের ওপর শুয়ে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন। এ সময় হাত থেকে পাখাটি নিচে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তার হাতে সাপ কামড় দেয়। তিনি ওই গ্রামের মজুমদার বাড়ির দিনমজুর সোলেমান মজুমদারের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের পর জেসিমনকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরের দিন বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেসিমনের স্বামী সোলেমান মিয়া তার স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, "তার মৃত্যুতে আমার বড় ক্ষতি হয়ে গেল। ছোট তিন সন্তানের লালনপালন নিয়ে আমাকে এখন অনেক বিপাকে পড়তে হবে।" কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "হাসপাতালে আনার আগেই জেসমিন বেগম মারা গেছেন।"

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, তারা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

এই ঘটনা আবারও সাপের কামড়ের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব এবং কবিরাজের ওপর নির্ভরতার ঝুঁকিপূর্ণ দিকটি তুলে ধরল।