বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

নোয়াখালীতে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:১৯ পিএম

নোয়াখালীতে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

ছবি - সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা বিএনপির সদস্য এবং দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন সদ্য ঘোষিত সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার এবং সদস্য দলিলুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই দিনে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি জানিয়েছে, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন এবং সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর কমিটি গঠন বিষয়ে তারা জেলা নেতৃত্বকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করেছেন এবং প্রকাশ্যে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। এসব কর্মকাণ্ডকে সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আব্দুল হান্নান লিটন ও ফারুক বাবুলকে আগামী তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর) মোক্তার হোসেন পাটোয়ারীকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন বাহারকে সদস্য সচিব করে ৫১ সদস্যের সেনবাগ উপজেলা এবং ভিপি মফিজুর রহমানকে আহ্বায়ক ও শহীদ উল্যাকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের পৌরসভা কমিটি ঘোষণা করে জেলা বিএনপি।