আগস্ট ১৬, ২০২৫, ০২:০১ পিএম
বিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়, আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল ইসলামের সঞ্চালনায় এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. মো. কবীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ডা. আনোয়ার কবীর উজ্জ্বল।
সভাপতির বক্তব্যে ডা. কবীর হোসাইন বলেন, "বিরামপুর উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি। বিরামপুরকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা এগিয়ে যাচ্ছি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন বিজয়ীসহ উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডা. মো. কবীর হোসাইন।