আগস্ট ১৭, ২০২৫, ১২:১৪ পিএম
নবাবগঞ্জে রেইনবো কোচিং সেন্টারের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চারজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রেইনবো কোচিং সেন্টার।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের জগন্নাথপুর আদর্শ পাড়ায় অবস্থিত রেইনবো কোচিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রেইনবো কোচিং সেন্টারের পরিচালক মোকতাদুর রহমান কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন— আদিবা জেরিন এশা, মোছা. রাহিমা আক্তার জেমি, মোছা. হালিমা আক্তার শুচি এবং মোছা. জাহিমা আক্তার জেরিন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।