আগস্ট ২২, ২০২৫, ১২:২৭ এএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার এক খালাতো ভাই। বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় রানীবন্দর গ্রামীণ টাওয়ার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রের নাম সৌরভ আহমেদ (১৫)। সে রানীরবন্দর কংগ্রেস মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই দুর্ঘটনায় তার খালাতো ভাই রাকিব ইসলাম আহত হয়েছে।
জানা যায়, নিহত সৌরভ টাঙ্গাইল জেলার এলেঙ্গা উপজেলার রবিউল ইসলামের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার নসরতপুর ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন। আহত রাকিব একই ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। তারা দুজনে মিলে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ড্রাম ট্রাকটি আটক করে। তবে চালকের কোনো দোষ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। চিরিরবন্দর থানা পুলিশ নিহত সৌরভের মরদেহ পরিবারের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।